সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুর‘এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা নয় ফেরাউনের নৌকা’ -কাদের সিদ্দিকী বীরোত্তম

‘এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা নয় ফেরাউনের নৌকা’ -কাদের সিদ্দিকী বীরোত্তম

- Advertisement -spot_img

Pic Sakhipur copy

  • নিজস্ব প্রতিবেদক: এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা নয়। বঙ্গবন্ধু ও ভাষানীর নৌকা এখন কাফের ফেরাউন ও জালেমের নৌকায় পরিণত হয়েছে। এ নৌকা দেশকে ধ্বংস করছে। দেশকে বাঁচাতে এবং দেশের মানুষের মুক্তির জন্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ নৌকাকে হঠাতে হবে। শুক্রবার সন্ধ্যায় সখীপুর উপজেলার কৈয়ামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পথসভায় কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এসব কথা বলেন।
    কাদের সিদ্দিকী সত্যিকারের জঙ্গিদের বিচার দাবি  করে বলেন, যে দেশ ছয়-সাত মাসের সন্তানকে সন্ত্রাসী বলে মেরে ফেলে সেই দেশে আল্লাহর গজব পড়বে। সরকারের ৫০জন মিলিটারি মরেও যদি ওই অবুঝ শিশুকে বাঁচানো যেতো সেটাই দেশের জন্যে মঙ্গলময় হতো। জঙ্গি দমনের নামে এভাবে নির্বিচারে মহিলা ও শিশুদের মারা চলবে না। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার বিচার দাবি করেন।
    স্থানীয় কৃষক শ্রমিক জনতালীগের আয়োজনে পথসভায় জাফর আলীর সভাপতিত্বে দলটির কৃন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, হাসমত আলী নেতা, মীর জুলফিকার শামীম, দলের চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন মাস্টার, হাবিবুন নবী সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img