সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দুই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবদুল মান্নান মিঞা নৌকা প্রতীকে ৪৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতালীগের মনোনীত বাদল মিয়া গামছা প্রতীকে পেয়েছেন ৩৩৮৬ ভোট।
অন্যদিকে দাড়িয়াপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আনছার আলী আসিফ নৌকা প্রতীকে ৮৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত সানোয়ার হোসেন মাস্টার গামছা প্রতীকে পেয়েছেন ৪২২০ ভোট।