- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে তুচ্ছ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে বাঁধন আহমেদ (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার প্রতিমা বংকী মাদরাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তার বাবা মোবাইল ফোন চালাতে নিষেধ করলে রাত ৮টার দিকে নিজের ঘরেই সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটানায় তার মা-বাবা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে শুক্রবার দুপুরে উপজেলার ফুটানী বাজার এলাকার মোসলেম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিজের ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।