বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরজমি নিয়ে বিরোধ- সংঘর্ষে ৫ জন আহত

জমি নিয়ে বিরোধ- সংঘর্ষে ৫ জন আহত

- Advertisement -spot_img
  • নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে ৫জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার হামিদপুর কটামরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হামিদপুর কটামরা গ্রামের বছুর উদ্দিন ও  জুব্বার আলীর পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাঁেধ। এ সময় বছুর উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৬৫), মেয়ে ফ্লোরা বেগম (৪৫), ছেলে আবদুল লতিফ (৪০) তাঁর স্ত্রী আসমা বেগম (৩৫) এবং ছেলে আজিজুর রহমান (১৪) গুরুতর আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবদুল লতিফ ও তাঁর স্ত্রী আসমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এ হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img