বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরঈদ মোবারক, উৎসবের আনন্দ হোক সবার

ঈদ মোবারক, উৎসবের আনন্দ হোক সবার

- Advertisement -spot_img

এক মাসের সংযম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বড় ধর্মীয় উৎসব।
রমজানের শুরু থেকেই এই দিনটির জন্য মুসলিম বিশ্ব অপেক্ষা করে থাকে। বিশ্বজুড়ে মুসলিম সমাজে দিনটি বিশেষ আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা হয়। বিশ্বের মুসলিম সমাজকে ঐক্যের পথে, কল্যাণের পথে ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্রে দীক্ষিত করে এই ঈদুল ফিতর। ইসলাম ধর্ম মতে, ঈদ আসে ইবাদত ও মানবকল্যাণের বার্তা নিয়ে। ঈদের আগের রমজান মাসটি হচ্ছে সংযম ও প্রশিক্ষণের মাস। ফিতরা প্রদান, জাকাত আদায় ও ঈদের নামাজের ভেতর দিয়ে এমন কিছু কাজ ও আচরণ প্রদর্শন করতে হয়, যার প্রভাব পড়ে সারা জীবনে। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা প্রদর্শনের জন্য রমজানের শিক্ষা অপরিহার্য। ঈদুল ফিতর আমাদের সেই বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শিক্ষাই দেয়।
ঈদ একটি আনন্দ উৎসব হলেও এই উৎসব তখনই তাৎপর্যময় হয়ে ওঠে যখন তা একটি সর্বজনীন রূপ নেয়। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। এখানে ধনী-গরিবের ভেদাভেদ নেই। ধনী-গরিব সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ভেতর দিয়েই ঈদের আনন্দ খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও সুযোগ করে দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের নামাজের আগে ফিতরা আদায় করা প্রত্যেক সমর্থ মুসলমানের জন্য ওয়াজিব। একই সঙ্গে সামর্থ্যবানদের জন্য জাকাত আদায় করাও ফরজ। ফিতরা ও জাকাত আদায়ের মাধ্যমে শ্রেণিভেদ ভুলে সবাই একত্রে আনন্দ ভাগাভাগি করে নিতে পারলেই সার্থক হয়ে ওঠে ঈদ। ঈদের খুশি সবাই যেন সমানভাবে পায় সেদিকে দৃষ্টি দেওয়া আমাদের সবারই দায়িত্ব। মানবতার ধর্ম ইসলাম বৈষম্যকে স্থান দেয় না। সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, ভেদাভেদ ভুলে গিয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা দেয় ঈদুল ফিতর। এবারের ঈদুল ফিতরে আমরা সবাই ভুলে যেতে চাই সব ভেদাভেদ। এই উৎসবের দিনে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে সব আনন্দ। তাইতো জীবন-জীবিকা নির্বাহ করার প্রয়োজনে যে যেখানেই থাকুক না কেন, সবাই চেষ্টা করে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাস্তার কষ্ট, বিপদের ঝুঁকি মাথায় নিয়েই মানুষ ছুটেছে প্রিয়জনদের সান্নিধ্যে। রমজান আমাদের চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে, ঈদুল ফিতর সেই শিক্ষা কাজে লাগানোর দিন। এই দিনে ধনী-গরিব সবাই দাঁড়াবে এক কাতারে। ভুলে যাবে সব বৈষম্য, সব ভেদাভেদ। সবার ঘরে ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত। আলিঙ্গনের ভেতর দিয়ে সবাই ভুলে যাক হিংসা-বিদ্বেষ। দেশের সব মানুষের ঘরে ঘরে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ্য- ঈদুল ফিতরে এটাই আমাদের কামনা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img