বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeশিক্ষাকুতুবপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

কুতুবপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরের কুতুবপুরে পানিতে ডুবে বিউটি আক্তার (১১) নামের চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে সাতাঁর কাটতে গিয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে বিউটি ও তার চাচাতো বোন দীপা এক সঙ্গে বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিউটি পানিতে ডুবে গেলে দীপা দৌঁড়ে বাড়িতে গিয়ে  সবাইকে খবর দেয়। পরে বাড়ির লোকজন বিউটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিউটির মর্মান্তিক মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

 

-এসআইএস/এমএইচ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img