শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরসখীপুরে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা- ২ ছিনতাইকারীকে গণধোলাই

সখীপুরে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা- ২ ছিনতাইকারীকে গণধোলাই

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: সখীপুরে চালকের গলাকেটে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমাবংকী-কাঙ্গালীছেও সড়কের লাঙ্গুলিয়া বন এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশা চালক আবদুল জলিলকে (২৫) মুমূর্ষু অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক আবদুল জলিল বাসাইল উপজেলার রাশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।  গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারী সুজন (৩২) ও বিজয়কে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর ডাবের বাড়ি গ্রামে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজ শনিবার বিকেলে তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে জলিলের অটোরিকশাটি ভাড়া নিয়ে সখীপুরে আসার কথা বলে লাঙ্গুলিয়া এলাকায় একটি বনের কাছে নিয়ে চালকের গলাকেটে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর এক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, অটোরিকশা চালক আবদুল জলিলের অবস্থা আশঙ্কাজনক। তার গলার শ্বাসনালী কেটে গেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, আটককৃতদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img