নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার শনিবার সন্ধ্যায় সখীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ইফতার পুর্ব আলোচনা সভায় সখীপুুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, প্রথম আলো প্রতিনিধি ইকবাল গফুর, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাধারণ সম্পাদক এনামুল হক, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। ইফতারের প্রাক্কালে দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।