নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলা আন্তঃ স্কুল-মাদ্রাসা নারী ফুটবলে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৫-৪ গোলে আদর্শ বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলার সৃষ্টিসংঘ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নারী ফুটবলে উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের নারীদল অংশ নেয়। ফাইনাল খেলায় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শিরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
-ইজি/এসআইএস