নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এবার প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ২৩টি বিষধর গোখরা সাপ বের করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৫৭নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের একটি ফাটল থেকে ওই গোখরাগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, প্রতিটি সাপ প্রায় এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা। এ সময় সাপ আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ওই সাপগুলো মেরে ফেলেন।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নবাব আলী শিকদার বলেন, সাপগুলো মেরে ফেললেও শিক্ষার্থীদের মধ্যে এখনো সাপের আতঙ্ক রয়েই গেছে। স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।