শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়সখীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সখীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। রোববার দুপুরে ‘জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রণ্ট’ সখীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শেষে শিক্ষক-কর্মচারিগণ স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে সমাবেশ করেন। সমাবেশে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, বোয়ালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বদরুল আলম প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতা, চিকিৎসাভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ পেনশন প্রদান, অনপাত প্রথা বাতিল, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি, অনার্স শিক্ষকদের এমপিওভূক্ত করণসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।
-এসআইএস/এমএস

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img