শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরসাজানো অপহরণ মামলা- প্রেমিক যুগল আটক

সাজানো অপহরণ মামলা- প্রেমিক যুগল আটক

- Advertisement -spot_img

সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রেমিকের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার অভিযোগ পাওয়া গেছে। প্রেমিকের সঙ্গে পরপর তিনবার পালিয়ে যাওয়ার পর চতুর্থবারও মেয়েকে সামলাতে না পেরে মেয়ের প্রেমিকা আকাশের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন মেয়ের মা আঙ্গুরী বেগম। এ ঘটনায় শুক্রবার রাতে প্রেমিক আকাশ (১৮) ও প্রেমিকা জেমি আক্তারকে (১৭) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতৈল গ্রামের আজমত আলীর ছেলে আকাশের সঙ্গে একই উপজেলার বেড়বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেমি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিন্তু পরিবার কোনোভাবেই তাদের সম্পর্ক মেনে নিতে পারছিল না। পরে ওই প্রেমিক যুগল পরপর তিনবার বাড়ী থেকে পালিয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দুই দফা সালিসি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। ‘মেয়ে স্বেচ্ছায় পালিয়ে এসেছে ছেলের কোন দোষ নেই’ এ মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মোচলেকাও দেয় মেয়ের পরিবার। চতুর্থবার পালিয়ে যাওয়ার পর আদালতে চারজনের নামে অপহরণ মামলা করেন জেমি আক্তারের মা আঙ্গুরী বেগম।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘অপহৃতাসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img