- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রায় সাত মাস আটকে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাদলের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ সখীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্যতরুণ স্কুল এন্ড কলেজ, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং উদয়ন উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও উপজেলা মহিলা পরিষদ ও উপজেলা লেডিস ক্লাবের সদস্যরাও মানববন্ধনে যোগ দেন। এ সময় ঢাকা-সাগরদিঘী সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।
মহিলা পরিষদ সখীপুর শাখার সভানেত্রী অধ্যাপিকা মোসলিমা খাতুন জানান, ‘কলেজ ছাত্রীর নির্যাতনকারী বাদলের অভিলম্বে ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ধর্ষক বাদলের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে পরবর্তীতে আমরা আরো বৃহৎ কর্মসূচির ঘোষণা দেব।’
প্রসঙ্গত; সখীপুর উপজেলার রতনপুর কাশেম বাজার গ্রামের দরবেশ আলীর ছেলে বাদল মিয়া প্রতিবেশী এক কলেজ ছাত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে গত ১১ জানুয়ারি ভোরে তার (বাদল মিয়ার) পরিত্যক্ত একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ ও নেশা জাতীয় খাবার খাইয়ে দীর্ঘ ছয় মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে।
–এসআইএস