সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরকুতুবপুরে ১ হাজার ছড়ির কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

কুতুবপুরে ১ হাজার ছড়ির কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মুক্তার আলী নামের এক কৃষকের প্রায় এক হাজার গাছের ছড়ির কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার কুতুবপুর গ্রামের ভূয়াইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শক্রতা করে প্রায় বিক্রির উপযোগী হয়ে ওঠা ছড়ির কলাগুলো কেটে ফেলায় কৃষক মুক্তার আলী এখন ঋণের টাকা পরিশোধে চিন্তিত হয়ে পড়েছেন। সরেজমিন মঙ্গলবার উপজেলার কুতুবপুর-বড়চওনা কলেজ পাড়ার ওই কৃষকের কলা বাগানে গিয়ে দেখা যায়, কলার ক্ষতিগ্রস্ত ছড়িগুলো গাছে ঝুলছে। দুর্বৃত্তরা দা-কাঁচি দিয়ে কুপিয়ে প্রায় এক হাজার গাছের ঝুলন্ত ছড়ি থেকে শুধুমাত্র কলাগুলো কেটে ফেলে রেখে গেছে। জানা যায় , কৃষক মুক্তার আলীর সঙ্গে একই এলাকার মতিয়ার রহমান, জাহিদুল ইসলাম ও বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই কৃষক ধারণা করছেন- প্রতিপক্ষের লোকজনই কলাগুলো কুপিয়ে নষ্ট করেছে। কৃষক মুক্তার আলী বলেন, স্থানীয় এনজিও ও দাদনের টাকা দিয়ে পাঁচ একর জমিতে ছয় হাজার রঙিন সাগরকলা চাষ করেছেন। এ পর্যন্ত ওই বাগানে সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে। মাত্র একমাস পরেই কলাগুলো বিক্রির উপযোগী হবে। ইতোমধ্যে কলা ব্যবসায়ীরা প্রতিটি কলার ছড়ির দাম ৩’শ টাকা পর্যন্ত দাম হাকিয়েছেন। এদিকে, প্রতিমাসেই তার এনজিও ও দাদনের ঋণের কিস্তি দিতে হচ্ছে।
স্থানীয় গ্রামবাসী আবুল হোসেন ও রাজু আহমেদ জানান, আমাদের জানামতে মুক্তার আলী জমি লিজ নিয়ে ১০-১২ বছর ধরে কলা চাষাবাদ করে সংসার চালাচ্ছেন। ক্ষতিগ্রস্ত হয়ে এখন তিনি নিঃস্ব হয়ে পড়লেন।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ফকির বলেন, কলার ছড়ি কেটে ফেলার বিষয়টি কৃষক মুক্তার আলী আমাকে বলায় সেগুলো আমি দেখেছি। তিনি বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও শক্রতা করে জমির ফসলাদি নষ্ট করা ঠিক নয়। এদিকে বক্তব্য জানতে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে ফোনে বারবার চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img