শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়আনন্দ শোভাযাত্রা

আনন্দ শোভাযাত্রা

- Advertisement -spot_img

সখীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় সখীপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন দপ্তর ভিন্ন সাজে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আ. লীগ সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, ওসি মাকছুদুল আলম প্রমূখ বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কুইজ, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img