সখীপুর প্রতিনিধি: সখীপুরে ‘বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও সংস্থা ব্র্যাকের ‘জেন্ডার জেস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ এ সভার আয়োজন করে। ব্র্যাকের জেলা প্রতিনিধি মুনির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মৌসুমী সরকার রাখী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সখীপুর প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ, যাদবপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম, উপজেলা জেন্ডার জেস্টিস অ্যান্ড ডাইভারসিটির ব্যবস্থাপক আশরাফ আলী শেখ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সখীপুরে সম্প্রতি বাল্যবিয়ের হার বৃদ্ধি পেয়েছে। বাল্য বিয়ে প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক এ সভা কার্যকর ভূমিকা পালন করবে।