সখীপুর (টাঙ্গাইল), ১৩ ডিসেম্বর: সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফাইজুল ইসলাম তুহিন (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ঘাটাইল উপজেলার বেহুলা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে এ বছর সাগরদিঘী দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিলl প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসার ক্লাস শেষে বাইসাইকেল নিয়ে বড়চওনা যাওয়ার পথে কুতুবপুর-জোড়দিঘী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক সাইদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাগরদিঘীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।