বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসেই দুঃস্থ দুলালের হাতে অটোভ্যান

সেই দুঃস্থ দুলালের হাতে অটোভ্যান

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দুঃস্থ দুলাল হোসেনের হাতে অটোভ্যান তুলে দিলেন উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দুলালের হাতে অটোভ্যানের চাবি তুলেদেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী সরকার রাখী ও ভাইস চেয়ারম্যন মুহাম্মদ ছবুর রেজা।
জানা যায়, উপজেলার আন্দি এলাকার দুলাল হোসেনকে তিন মাস আগে অজ্ঞান করে উপজেলার পলাশতলীর ব্রীজ এলাকা থেকে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তের দল। পরে দুলাল হোসেনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সুস্থ করা হয়। তার পর টাকার অভাবে আর ভ্যান কেনা হয়নি তার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজার প্রচেষ্টায় সকলের সহযোগিতা ও উপজেলা পরিষদের সহয়তায় অবশেষে অটোভ্যান হলো দুলালের।
দুলাল হোসেন বলেন, আল্লাহর রহমতে উপজেলা পরিষদ ও বিভিন্ন লোকের সহয়তায় আমার অটোভ্যান হয়েছে। আজ থেকে ভ্যান চালিয়ে আমার মা- বাবা ও স্ত্রী সন্তান নিয়ে তিন বেলা খাবার খামু।
মুহাম্মদ ছবুর রেজা বলেন, দুলাল হোসেনকে ৪৫ হাজার টাকা দিয়ে একটি অটোভ্যান দিতে পারায় উপজেলা পরিষদের সবাই আনন্দিত। আমরা চাই দুলাল তার পরিবার নিয়ে সুখে থাক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img