বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়আজ শওকত মোমেন শাহজাহানের ৪র্থ মৃত্যু বার্ষিকী

আজ শওকত মোমেন শাহজাহানের ৪র্থ মৃত্যু বার্ষিকী

- Advertisement -spot_img


সখীপুর প্রতিনিধি: আজ শনিবার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের চতুর্থ মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের করা হয়েছে। শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষনা পরিষদ গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। অন্যদিকে শনিবার স্থানীয় আওয়ামী লীগও আলোচনা সভা ও গণভোজের আয়োজন করেছে। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সর্বশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্ম দিনে’ ‘মহাত্মা শেখ হাসিনা অঞ্জলি লহ মোর’ বই সম্পাদনা করেন। তাঁর ছেলে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রয়াত পিতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
​উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img