নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করার ঘটনায় ঘাতক স্বামী জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে সখীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জুয়েল রানাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে অভিযুক্ত জুয়েল রানা উপজেলার কচুয়া গ্রামে স্ত্রী আকলিমার বাবার বাড়িতে গিয়ে চাপাতি দিয়ে কোপালে আকলিমা গুরুতর আহত হয়। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে মঙ্গলবার কালের কণ্ঠে ‘এসএসসি পরীক্ষা দেয়া হলো না আকলিমার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় আকলিমার বাবা আলতাফ হোসেন বাদী হয়ে জুয়েল রানাকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। জুয়েল মিয়া একই উপজেলার কালিয়া আড়াইপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।