মামুন হায়দার: সখীপুরের কচুয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তানভির হাসান নামের অষ্টম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আড়াইপাড়া কচুয়া সড়কের হাজিপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লিয়ন হাসান নামের অপর এক ছাত্র আহত হয়। নিহত তানভির উপজেলার আড়াইপাড়া গ্রামের ব্যবসায়ী বশির আহমেদের ছেলে এবং কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে তানভির ও তার বন্ধু লিয়ন হাসান মোটরসাইকেল নিয়ে কচুয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাজিপাড়া সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। পরে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দু’জনই গুরুতর আহত হয়। তাদের দু’জনকেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তানভিরের মারা যায়।