সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeশিক্ষাসখীপুরে ২ ছাত্রী বহিস্কার ৪ জনকে অর্থদণ্ড

সখীপুরে ২ ছাত্রী বহিস্কার ৪ জনকে অর্থদণ্ড

- Advertisement -spot_img

ইসমাইল হোসেন: সখীপুরে এসএসসি জীব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। এ সময় পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের ভেতর মোবাইল ফোন নিয়ে প্রবেশের দায়ে চারজনকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিস্কার ও চারজনকে অর্থদ- দেন।
জানা যায়, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী আফরোজা আক্তার ও কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের লাবনী আক্তার মুঠোফোনে উত্তর সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করেন। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের ভেতরে মুঠোফোন নিয়ে প্রবেশ করায় আরিফ হোসেন, আমিনুল ইসলাম ও বুলবুল হোসেনকে ২০০ টাকা করে এবং ফারুক হোসেনকে ৫০ টাকা জরিমানা করা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা জান্নাত তাহেরা বলেন, মুঠোফানে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ব্যবহারের অপরাধে ওই ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ব্যাক্তিকে অর্থদ- দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img