শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরনলুয়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ- দুই স্কুলছাত্র আহত

নলুয়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ- দুই স্কুলছাত্র আহত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরের নলুয়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মেহেদী হাসান রাব্বি ও রাকিব নামের দুই স্কুল ছাত্র আহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলুয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাব্বিকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে রাব্বির বাঁ হাতের তিনটি আঙ্গুল উড়ে গেছে। আহত রাব্বি উপজেলার নলুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং রাকিব একই গ্রামের হযরত আলীর ছেলে। রাব্বি নলুয়া পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ও রাকিব ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলুয়া তালতলা এলাকার একটি মাঠে ওই দুই ছাত্র ককটেল বানানোর সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মেহেদী হাসান রাব্বি আহত হয়ে পড়ে থাকলেও রাকিব পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহম্মেদ বলেন, রাব্বির বাঁ হাতের তিনটি আঙ্গুল উড়ে গেছে এবং হাতের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া সখীপুর বার্তাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে একটি লোহার পাইপ ও দিয়াশলাইয়ের বারুদ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img