বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে মাদকসেবীর কান্ড- টাকা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

সখীপুরে মাদকসেবীর কান্ড- টাকা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আবু সাঈদ নামের চিহ্নিত মাদকসেবী এক ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। বুধবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান বেকারীর স্বত্তাধিকারী দেওয়ান শরিফুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা মাদকসেবী আবু সাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গুরুতর আহত দেওয়ান শরিফুল ইসলামকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যবসায়ীর ভাই দেওয়ান মিন্টু মিয়া জানান, মাঝে মধ্যেই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত পিয়ার আলীর ছেলে আবু সাইদ আমাদের কাছে মাদক কেনার টাকা চাইতে আসে। ঘটনার সময় সে নেশার টাকা না পেয়ে দা নিয়ে আমার ভাইয়ের কোমরে কোপাতে থাকে। এক পর্যায়ে ওই দা’টি কোমরেই ঢুকে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে দা বের করা হয়। অবস্থার অবনতিতে বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, অভিযুক্ত সাইদ মিয়াকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাদক সেবন করতে করতে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে চিকিৎসার জন্য পাবনায় পাঠানো হয়েছে। সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ ওই মাদকসেবীকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

SB/এমএইচ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img