শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়স্বাধীনতা দিবস-২০১৮- সখীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বাধীনতা দিবস-২০১৮- সখীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। অপরদিকে উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ডিগ্রি অনার্স মাস্টার্স (ডিঅমস) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।


অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার দামিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র রোগী চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img