শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়বাসাইল পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

বাসাইল পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

- Advertisement -spot_img

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের এ আদেশ দেন। এর আগে গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৫ মে ভোট গ্রহণের কথা ছিল।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদালত থেকে বের হয়ে মোতাহার হোসেন সাজু জানান, ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে আগেই রুল জারি করা হয়েছিল। ওই রুলের সঙ্গে বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবুর রহমান নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে আদালত আজ ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img