বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭

সখীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা এলাকার একটি বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এ সময় আসর থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়। বৃহস্পতিবার ওই সাতজনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- আবদুল মালেক, ইমান আলী, শহীদ মিয়া, আল মামুন, আনোয়ার হোসেন, মকবুল হোসেন ও রাসেল আহমেদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টার দিকে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও নগদটাকা ও জুয়ার সরঞ্জামসহ ১০জনকে আটক করা হয়। পরে জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান মুঠোফোনে বলেন, আসর থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img