সাইফুল ইসলাম সানি: সখীপুরে নববর্ষ উপলক্ষে মাছ ধরার চাবি-পলো হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শৌখিন মৎস শিকারী সমিতি। রোববার দুপুরে উপজেলা মাঠের বৈশাখী মেলা হতে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরে আবহমান বাংলার চিরচেনা মাছধরার চিত্র ফুটে ওঠে। শোভাযাত্রায় মাছ ধরার চাবি ও পলো হাতে তিন শতাধিক মৎস শিকারী অংশ নেন। শোভাযাত্রা শেষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় তারা এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তরা সরকারি বিল ও জলাশয়ে অবাধে মাছ ধরার দাবি জানান। এ সময় আবেদ আলীর সভাপতিত্বে মৎস্য শিকারী নজরুল চৌধুরী, আবুল সরকার, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা, বিল্লাল শিকদার, দেলুয়ার শিকদার মৎস্য শিকারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, উপজেলার সরকারি বিল, বাওড়, নদী, নালা ও খালে চাবি-পলো নিয়ে মাছ ধরতে গেলে তারা প্রভাবশলীদের বাঁধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় প্রভাবশালীরা সরকারি জলাশয় দখলে নিয়েছেন। সেখানে মাছ ধরতে গেলে তাদের হুমকি-ধামকি দিয়ে তুলে দেন। তারা বলেন, সরকারি জলাশয়ে মাছ ধরতে সকলের অধিকার আছে। তবে এক শ্রেণির প্রভাবশালীদের দখলে নেয়ার কারণে সাধারণ মৎস্য শিকারীরা বঞ্চিত হচ্ছেন।