বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeশিক্ষাসখীপুরে ফাঁসিতে ঝুলে কলেজছাত্রীর আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ঝুলে কলেজছাত্রীর আত্মহত্যা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ফাঁসিতে ঝুলে বিথী আক্তার (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার ভোররাতে উপজেলার কীর্ত্তণখোলা কলেজপাড়া এলাকার নিজের ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিথী আক্তার ওই এলাকার সবুজ আহমেদ ওরফে মিস্টারের মেয়ে। সে সরকারি মুজিব কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শনিবার তার ব্যবহারিক পরীক্ষায়ও অংশ নেয়ার কথা ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার শেষে বিথী আক্তার তার ঘরে চলে যায়। শনিবার ভোররাতে সেহরী খাওয়ার সময় বাড়ির লোকজন বিথীকে ডাকতে গেলে গলায় ওড়ঁনা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ ও পরিবারের ধারণা- প্রেমঘটিত কারণেই সে আত্মহত্যা করতে পারে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img