নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আধুনিক ও বিলাসবহুল শপিংমল ‘শামীম টাওয়ার’ -এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সখীপুর পৌরসভার রেনাজহল সড়কে স্থাপিত ভবনটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অনুপম শাজাহান জয়। উদ্বোধন অনুষ্ঠানে সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, শামীম টাওয়ারের স্বত্ত্বাধীকারী আলহাজ আবদুল হামিদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদারসহ ব্যবসায়ী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।