নিজস্ব প্রতিবেদক: রোববার সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন আওয়ামী লীগ নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সাঈদ আজাদ। সখীপুর প্রেসক্লাবে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ সাঈদ আজাদ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে তিনি গণসংযোগ করছেন। বিগত দশম সংসদ নির্বাচনেও তিনি একই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ইফতার পূর্ব এক মতবিনিময় সভায় তার রাজনৈতিক কর্মতৎপরতার ফিরিস্তি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক সজলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।