নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ‘অগ্রগামী যুবকদের একটি সংগঠন ’ (আওয়াজ) -এর পক্ষ থেকে দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কুমুরিয়াঝুড়ি এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে চাল, চিনি, গুঁড়ো দুধ, সেমাই, সাবান, কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী ফরিদ আল মামুন ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, এটি একটি সামাজিক সংগঠন। প্রতিবছর ঈদে দুঃস্থ, গরিব ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনটি দীর্ঘদিন ধরেই সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।