মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeখেলাধুলাসেই ব্রা‌জিল সমর্থক মারা গে‌ছে

সেই ব্রা‌জিল সমর্থক মারা গে‌ছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৭ দিন মৃত্যুর স‌ঙ্গে লড়াই ক‌রে টাঙ্গাই‌লের সখীপু‌র উপ‌জেলার সেই ব্রা‌জিল ফুটবল দ‌লের সমর্থক মারা গে‌ছে। গতকাল রোববার রাত ৯ টার সময় সে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে শেষ নি:শ্বাস ত্যাগ ক‌রে। গত ২৮ মে ব্রা‌জিলের পতাকা লাগাতে গিয়ে উচু গাছ থেকে ছিটকে পড়ে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয় রাশেদ হাসান (১৪) । সে প্রতিমা বংকী ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কু‌য়েত প্রবা‌সি ব‌ছির উদ্দি‌নের ছে‌লে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ মে সোমবার সকালে ব্রাজিল ফুটবল দলের ভক্ত রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের একটি পতাকা নিয়ে উপ‌জেলার প্র‌তিমা বংকী বাজারে আসে। তাদের মধ্যে রাশেদ হাসান সড়কের পাশের সবচেয়ে উচু মে‌হেগুন‌ি গাছে ওই পতাকা টাঙাতে ওঠে। কিন্তু পতাকা বাঁধতে গিয়ে পা ফসকে সে নিচের সড়কের চলন্ত বাসের সামনে পড়ে যায়। বাসটি কড়া ব্রেক করলেও বাসের সামনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রাশেদ হাসান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও খবর

জনপ্রিয়