সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরমাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে রনি মিয়া (২৬) নামের এক মাদকসেবীকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আালতের নির্বাহী ম্যােিজষ্ট্রেট মৌসুমী সরকার রাখী তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। রনি মিয়া উপজেলার কালমেঘা ললিতা বাড়ী এলাকার শরাফত আলীর ছেলে।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়ালিদ হোসেন জানান, রোববার রাতে কালমেঘা গ্রামের ললিতা বাড়ী এলাকা থেকে মাদক সেবনের সময় রনিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিনমাসের সাজা দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img