সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ইউপি মেম্বার এসোসিয়েশন গঠন

সখীপুরে ইউপি মেম্বার এসোসিয়েশন গঠন

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: সখীপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে ‘ইউপি মেম্বার এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ১২ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্যদের সম্মেলন ও আলোচনার সভার পর সংগঠনটির কমিটি গঠন করা হয়। এতে উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীনকে সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়াও ওই কমিটিতে ৮ জন ইউপি সদস্যকে উপদেষ্টামন্ডলীতে রাখা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে ৭২ জন সাধারণ ও ২৪ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য রয়েছে। নবগঠিত ‘ইউপি মেম্বার এসোসিয়েশন’-এর সভাপতি জয়নাল আবেদীন সখীপুর বার্তাকে বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টায় সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। এ সংগঠনের মাধ্যমে সকল ইউপি সদস্যদের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা সম্ভব হবে এবং সকলের সঙ্গে আন্তরিকতা বৃদ্ধি পাবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজে আমরা যাতে সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি, যাতে কোনো বৈষম্যের শিকার না হই এবং সম্মিলিতভাবে কাজ করাই হবে আমাদের উদ্দেশ্য।’ তিনি আরো বলেন, এ সংগঠনটি হবে আমাদের প্রাণের সংগঠন। দীর্ঘদিন প্রচেষ্টার পর সংগঠনের কমিটি গঠন করতে পেরে খুব ভালো লাগবে। সর্বপরি আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করবো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img