নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (২৮) নামের এক পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী পুলিশ চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বাসাইল উপজেলার করটিয়া কুমুল্লী গ্রামের আমির আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী বাঁশভর্তি একটি ট্রাক দাড়ানো ছিল। ওই ট্রাকের পিছন দিক থেকে মাছভর্তি দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কাঁচ ভেঙে পিকআপ চালকের বুকে-মুখে বাঁশ ঢুকে ঘটনাস্থলেই সে মারা যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত রায় বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপটি থানায় আটক রাখা হয়েছে।’
-এমএইচ/এসআইএস