নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র আবু হানিফ আজাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরের ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৮৩৬ টাকর বাজেট ঘোষণা করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর সচিব কামরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন হায়দার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।