নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ৪৭তম জাতীয় আন্ত:স্কুল ও মাদরাসা নারী ফুটবল প্রতিযোগিতায় সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজকে ০-২ গোলে হারিয়ে সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌরসভার কাকার্থা ধুমকেতু মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) তাহমিনা পারভীন মিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, সখীপুর বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু, প্রেসক্লাব’র সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, প্রধান শিক্ষক কাইয়ুম হোসেন, হুসেন আলী, হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।