নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিদুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবীর আহমেদ, সহকারী প্রকৌশলী জামাত আলী আখন্দ, প্রেসক্লাবের সম্পাদক মামুন হায়দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোখতার ফোয়ারা চত্বরে এসে শেষ হয়।