ইসমাইল হোসেন: সখীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, প্রেসক্লাসের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ বক্তব্য দেন।