বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরঅধ্যক্ষ আব্বাস আলী তালুকদার আর নেই

অধ্যক্ষ আব্বাস আলী তালুকদার আর নেই

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যক্ষ বর্তমান অফিসার ইন-চার্জ আব্বাস আলী তালুকদার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া…. রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভোগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার সৌখিনমোড় এলাকায় প্রথম জানাযা, ১১টায় সরকারি মুজিব কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় এবং দুপুর ২টায় মরহুমের নিজ গ্রাম কালিয়া ঘোনারচালায় তৃতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযা নামাজে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ সামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, মেয়র আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ সাঈদ আজাদসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে সখীপুর বার্তা পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img