নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজিম উদ্দিন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ময়নাল হোসেনও আহত হয়েছেন। নিহত নাজিম পৌরসভার ক্যাপ্টেনমোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকার ব্রেক আটকে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা আরোহী নাজিম ছিটকে সড়কে পড়ে যান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।