নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নিরাপদ সড়ক চাই দাবিতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে সখীপুর আবাসিক মহিলা কলেজ, সরকারি মুজিব কলেজ, প্রতিমা বংকী ফাযিল (ডিগ্রি) মাদরাসা, পিএম পাইলট স্কুল এন্ড কলেজ, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সহ উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালিত হয়ে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।