ইসমাইল হোসেন,
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)আসনের ৪ বারের সাবেক সাংসদ কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ,শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানের মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, কবরে পুষ্পার্ঘ অর্পণ, ও স্মরণ সভা। রোববার সকালে স্থানীয় আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত স্মরণ সভায় সাবেক সাংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান পুত্র অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুুুখ। এ দিকে শওকত মোমেনের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশী পুনম শারমিন ঝিলমিলও পুষ্পার্ঘ অর্পণ করেন।
সাবেক সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ২০১৪ সালের ২০ জানুুয়ারি নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।