সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরসখীপুরে আওয়ামী-লীগের অফিসে চুরির ঘটনায় মামলা ৪ জন গ্রেফতার

সখীপুরে আওয়ামী-লীগের অফিসে চুরির ঘটনায় মামলা ৪ জন গ্রেফতার

- Advertisement -spot_img

ইসমাইল হোসেন

সখীপুরে আওয়ামী-লীগ অফিসে চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ জানুয়ারি পৌরসভার ৬ নং ওয়ার্ড আ.লীগের অফিসের একটি ৩২” টেলিভিশন চুরি হয়। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি পৌরসভার ৬ নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকায় আ.লীগের অফিসের একটি ৩২” টেলিভিশন চুরি হয়। এ ঘটনায় ওই ওয়ার্ড আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে সখীপুর থানায় একটি মামলা করেন। মামলায় শাহজাহান আলী, শামিম সিকদার, জাহিদুল ইসলাম ও জুবায়ের খান নামের ৪ আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাহিদুল ও জুবায়ের খানকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের মুঞ্জুর করেন। রিমান্ডে টেলিভিশন চুরির কথা স্বীকার করে জবানবন্দী দেন আসামীরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুবায়েরের শশুর বাড়ি থেকে টেলিভিশনটি উদ্ধার করা হয়।
সখীপুর থানায় ওসি আমীর হোসেন বলেন, আওয়ামীলীগ অফিসে চুরির ঘটনায় একটি মামলা হয়। পরে ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করে ২ জনকে রিমান্ডে নিলে আসামীরা চুরির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img