ইসমাইল হোসেনঃ
পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ সখীপুর থানা পুলিশ পালন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার থানা পুলিশ অস্থায়ী স্টল,র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে পুলিশের অস্থায়ী স্টল থেকে জনসাধারণের মাঝে জিডির ফরম ও পুলিশ ক্লিয়ারেন্স এর চালান ফরম বিতরন করা হয়।
এর আগে সকালে থানার আয়োজনে পুলিশ সপ্তাহ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান , থানার অফিসার ইনচার্জ মো.আমির হোসেন, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম.খলিলুর রহমান সহ থানার স্টাফ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহন করে। সমাবেশে বক্তাগন সখীপুর পিএম পাইলট মডেল স্কুল কলেজ শিক্ষার্থীদের মাঝে,আইন মেনে চলা, জীবন ধ্বংসকারী মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে আলোচনা করেন।