বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

সখীপুরে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

ইসমাইল হোসেন

সখীপুরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বাসা-বাড়ি দোকান-মার্কেটে ভূমিকম্প বা অগ্নিকান্ড সংঘটিত হলে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, মহড়ায় বুধবার পিএম পাইলট মডেল স্কুল

এন্ড কলেজের শিক্ষার্থীদের অগ্নিদগ্ধ দুর্ঘটনায় দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানো, ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ এবং ভূমিকম্প থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।
তিনি আরো জানান, জনগণকে ফায়ার সার্ভিসের কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করে জনসম্পৃক্ততা বাড়ানো ও মহড়ার মাধ্যমে বাস্তবিক অনুশীলনের দ্বারা বিভিন্ন এলাকা/স্থানের অবকাঠামোগত অবস্থান জানানো ও স্বেচ্ছা সেবকদের সম্পৃক্ততাসহ মূলত জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে এ মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় ফায়ার সার্ভিসের দল ও স্বেচ্ছাসেবকসহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

আরও খবর

জনপ্রিয়