বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুর উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ রেনুবর রহমানের প্রার্থিতা ঘোষণা

সখীপুর উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ রেনুবর রহমানের প্রার্থিতা ঘোষণা

- Advertisement -spot_img

ইসমাইল হোসেনঃ

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী-লীগের সদস্য ও আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। রোববার সকালে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে রেনুবর বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও রাজনীতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্তা রয়েছি। তাই সততার দিক বিবেচনা করে আগামি উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব।
প্রসঙ্গতঃ অধ্যক্ষ রেনুবর রহমান ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা অধ্যক্ষ পরিষদ, উপজেলা কমিউনিটি পুলিশ ফোরাম এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img