সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeজাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়

- Advertisement -spot_img

 বার্তা ডেস্কঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম সেবা গ্রহণ করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহন করেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণের পর তিনি তার ফেসবুক অভিব্যাক্তি প্রকাশ করে লিখেন, শেষ পর্যন্ত আমার কঠোর পরিশ্রমের মূল্যায়ন করা হয়েছে। সর্বশক্তিমানের অনুগ্রহে আমি সম্মানিত বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০১৮ এর সাথে সজ্জিত হয়েছি। সত্যিকার অর্থে এটি আমার পুরো পুলিশ জীবনের জন্য খুবই শুভ এবং সুবর্ণ মুহূর্ত। কারণ এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত করেছে। আমার জন্য সবাই প্রার্থনায করবেন।

২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক দেওয়া হয় তাকে। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে পদকপ্রাপ্ত ৩৪৯ জনের তালিকায় তার নাম ছিল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img