ইসমাইল হোসেন:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিম ঘরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
কিডনী এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) গত ১৪ বছর যাবত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে। প্রায় ৪০ জন ডাক্তারের তত্ত্বাবধানে তিন হাজার রোগীকে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম এ সামাদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, এমজেএফ এর ডিষ্ট্রিক্ট গভর্নর আশফাকুর রহমানসহ অন্যরা।